Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার অনলাইন ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ পুত্র সংসদ সদস্য রাহগির আল-মাহি এরশাদ ওরফে সাদ এরশাদ এর বিশেষ আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানের এক অভিজাত রেস্তরাঁয় নৈশভোজে অংশ নেন কয়েকজন সাবেক সংসদ সদস্য ও একজন সাবেক প্রতিমন্ত্রী। কিন্তু এই নৈশভোজে সংসদ সদস্য না হয়েও বিশেষ আমন্ত্রণে যোগ দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনে এই সময়ের আলোচিত সামাজিক-রাজনিতক ও পেশাজীবি সংহতি প্লাটফর্ম যুক্ত ফোরামের প্রধান সমন্বয়কারী চাষী মামুন। নৈশভোজে অংশ নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলস, সাবেক সংসদ সদস্য এমএ গোফরান, নূরুল ইসলাম মিলন, কাজী মামুনুর রহমান, এম এ ওহাব, মৃধা সহ বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য ও রওশন এরশাদ পন্থী জাতীয় পার্টির কয়েকজন নেতা।

এটি নিছক নৈশভোজ নাকি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশেষ কোন আলোচনা সে প্রশ্ন করতে এরশাদ পুত্র সংসদ সদস্য রাহগির আল-মাহি এরশাদ ওরফে সাদ এরশাদকে মুঠোফোনে কল করলে তা ব্যস্ত পাওয়া যায়।

তবে একই প্রশ্নের উত্তরে যুক্তফোরামের প্রধান সমন্বয়ক চাষী মামুন জানান, রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসলে সেখানে রাজনীতি এবং নির্বাচন প্রসঙ্গ আসাটা অমূলক নয়; বরং না আসাটাই হলো অস্বাভাবিক বিষয়। আমরা সকলেই অবগত রয়েছি যে বাংলাদেশ এখন একটি চরম রাজনৈতিক সংকট ও সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে বাংলাদেশকে ঘিরে এক বিশেষ রকমের ভূ-রাজনীতি চোখে পড়ছে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নানান পারসেপশান সামনে এসেছে। অনেগুলো ইস্যু আছে। সুতরাং প্রগতিশীল, ইতিবাচক ও সুচিন্তার রাজনৈতিক কর্মীরা যদি এখনও একত্রিত হতে না পারি তবে এই জাতিকে আরও সংকট মোকাবেলা করতে হবে। আর শাদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু খ্যাত মরহুম রহুসেই মুহাম্মাদ এরশাদের সুযোগ্য সন্তান। উচ্চ শিক্ষিত এবং ইতিবাচক রাজনীতির পক্ষের মানুষ। জাতীয় রাজনীতিতে তিনি একজন উদীয়মান তরুণ এবং সম্ভাবনাময় নেতা । তিনি নিছক নৈশভোজেরই আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি তার মরহুম পিতার প্রতি সম্মান জানিয়ে জনাব শাদ এরশাদ এর আমন্ত্রণ বিনয়ের সাথে গ্রহণ করি। তিনি অত্যন্ত সম্মানের সাথে আমাকে অভ্যর্থণা ও আপ্যায়ন করেছেন। আমি তার সহৃদয়তায় মুগ্ধ।

ওই নৈশভোজ নিয়ে জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন জানান- সাদ এরশাদ পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর প্রতিচ্ছবি এবং সুযোগ্য উত্তরসুরী, ঐক্যবদ্ধ জাতীয় পার্টির আগামীদিনের কান্ডারী। তিনি জাতীয় রাজনীতিতে একটি ইতিবাচক ও তারুণ্যদিপ্ত নেতৃত্বের স্বপ্ন দেখেন। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনই শুধু নয়; আগামীর বাংলাদেশকেই জাতীয় পার্টির নেতৃত্বে এগিয়ে নেওয়ার জন্য তরুণ-প্রবীণ রাজনীতিবিদ ও জনগণ সাদ এরশাদকে নিয়ে স্বপ্ন দেখছে। সাদ এরশাদ একজন সাদা মনের মানুষ। তার কোন বদনাম নেই, নেই কোন অর্থ – প্রতিপত্তির লোভ। তিনি শুধু দেশ ও জনগণকে সেবা দিতে চান পল্লীবন্ধু এবং বেগম রওশন এরশাদের আদর্শে। এই লক্ষ্য নিয়ে মাননীয় সংসদ সদস্য সাদ এরশাদ আমাদের কয়েকজন সাবেক এমপি-মন্ত্রীদের একটি চা-চক্র বা রাজনৈতিক আড্ডার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা ছিলাম, সেই সাথে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন যুক্ত ফোরামের প্রধান সমন্বয়ক চাষী মামুন সাহেব। এর বাইরে আর কিছু নয়।