Tue. Apr 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর পৌর এলাকায় দীর্ঘদিনের কাঙ্খিত ঘাঘট লেকে দৃষ্টিনন্দন দুটি সেতু উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

২ অক্টোবর,সোমবার সন্ধ্যায় সদরের ডেভিড কোম্পানীপাড়া এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, এল.জি.ই.ডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, ঠিকাদার শহিদুল্যাহ, আওয়ামী লীগ নেতা এস.কে তাসের আলী, পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন, যুবলীগ গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, ডেভিড কোম্পানীপাড়া সংলগ্ন ৫০ মিটার দৈর্ঘ্যের ও পৌর এলাকার শ্মশানঘাট সংলগ্ন ৪৫ মিটার দৈর্ঘ্যের আর.সি.সি গার্ডার সেতু দুটির উদ্বোধন জননেত্রী শেখ হাসিনা সরকারের পরিকল্পিত উন্নয়নেরই ধারাবাহিকতা। দৃষ্টিনন্দন এ সেতু দুটি ঘাঘট লেকের পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করবে।

সেতু দুটির উদ্বোধনে আনন্দে মুখরিত হয়েছে স্থানীয় মানুষ। সেতুর দুই তীরে সৃষ্টি হয়েছে নানা উৎসবের। গাইবান্ধা ব্রীজরোড এরাকার বাসিন্দা ফিরোজ কবির মিলন বলেন, নতুন বাজার সংলগ্ন ডেভিড কোম্পানিপাড়া হতে ব্রীজরোড কালিবাড়ী পাড়ার ঘাঘট লেক এর উপর ব্রীজটি চালু হওয়ায় খুব সুবিধা হলো। পুরাতন ব্রীজ ও জেলখানার মোড়ের যানজট থেকে রক্ষা পেলাম। এখন থেকে এই ব্রীজটির উপর দিয়ে কুটিপাড়া হয়ে সহজেই বালাসীঘাট যেতে পারবে মানুষ।

গাইবান্ধা কলেজপাড়া এলাকার বাসিন্দা রফিক আজাদ বলেন, দৃষ্টিনন্দন এ ব্রীজ দুটি হওয়াতে আমার অনেক খুশি,এমন সুন্দর ব্রীজ গাইবান্ধা কে নতুন রূপ দান করেছে।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঘাঘট লেক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৯৯ লাখ ৫৩০ টাকা ও ৩ কোটি ৬৩ লাখ ১৭০ টাকা ব্যয়ে সেতু দুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল লতিফ হক্কানি।