Tue. Apr 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
রবিন হোসেন তাসকিন লক্ষ্মীপুর প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষাভ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়।
মিছিলটি শহরের চকবাজার এলাকা থেকে শুরু হয়ে উত্তর তেমুহনী এলাকায় প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে সংক্ষিতপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন, যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিমুল সহ আরও অনেকে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবি করে তারা বলেন, এ্যানিকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাবন্দী করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এ্যানির মুক্তি দেওয়া না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। এবং মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।