Tue. Apr 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার অনলাইন ডেস্ক : বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও বিশ্ব উরস শরীফ ২০২৪ এর দাওয়াত উপলক্ষ্য সারাদেশে ১৪ টি আজিমুশ্বান ইসলামি মেগা জলসা অনুষ্ঠিত।
ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ অনুষ্ঠিতব্য বিশ্বওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র  বিশ্ব উরস শরীফ ২০২৪ইং এর দাওয়াতী কর্মসূচির অংশ হিসাবে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের উদ্যোগে সারাদেশের বিভিন্ন জেলা সদরে গত ২৯ শে সেপ্টেম্বর থেকে ১২ ই অক্টোবর পর্যন্ত সর্বমোট ১৪ টি আজিমুশ্বান ইসলামি মেগা জলসা অনুষ্ঠিত হয়।
গত ২৯ সেপ্টেম্বর মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায়, ৩০ সেপ্টেম্বর কুমিল্লার চান্দিনা, ০১ অক্টোরব নরসিংদীর পৌর নতুন বাস টার্মিনাল, ২ অক্টোবর মৌলভীবাজার ট্রাকস্ট্যান্ড, ৩ অক্টোবর কিশোরগঞ্জ সদরে, ৪ অক্টোবর রাজশাহীর রেলওয়ে ফুটবল মাঠ, ৫ অক্টোবর কুড়িগ্রাম সদর।
৬ অক্টোবর ঠাকুরগাঁও সদর, ৭ অক্টোবর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ, ৮ অক্টোবর যশোর টাউন হল,  ৯ অক্টোবর খুলনা সদর, ১০ অক্টোবর বরিশাল লঞ্চঘাট ঈদগাহ ময়দান, ১১ অক্টোবর ফরিদপুর জেলা সদরে এবং সমাপনি আজিমুশ্বান ইসলামী মেগা জলসা ঢাকার যাত্রাবাড়ী এলাকার ধোলাই পাড় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে অনুষ্ঠিত আজিমুশ্বান ইসলামী মেগা জলসাতে হাজার হাজার নবী প্রেমিক ও ওলী-আউলিয়া প্রেমিক জনতার উপচে পরা ভীড় পরিলক্ষিত হয়। এমনকি প্যান্ডেল ছারিয়ে আশপাশের রাস্তায় জনগনকে ভীড় করতে দেখা যায়। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বিজ্ঞ আলেম ওলামাগণ কোরআন হাদিসের আলোকে দীর্ঘ রাত অবধি ওয়াজ নসিহত করেন। পবিত্র  আসর নামাজের পর থেকে রাত ১:০০ টা পর্যন্ত কোরআন তেলোয়াত, জিকির আজকার, মিলাদ কিয়াম ও ওয়াজ নসিহতের মাধ্যমে জলসার কার্যক্রম অব্যাহত ভাবে চলতে থাকে।
গত ৪ অক্টোবর অনুষ্ঠিত রাজশাহীর রেলওয়ে ফুটবল মাঠের জলসা চলাকালীন সময়ে দীর্ঘ ৪ ঘন্টা যাবত মুষলধারে বৃষ্টিতে হাটু অবধি পানিতে দাড়িয়ে থেকে মাথায় পলিথিন দিয়ে হাজার হাজার জনসাধারণ জলসার ময়দানে অবস্থান করে বিরল প্রেমাসক্তির নজির স্থাপন করে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকায় যাত্রাবাড়ীর ধোলাই পাড় হাই স্কুল মাঠে সমাপনি আজিমুশ্বান ইসলামী মেগা জলসাতেও হাজার হাজার জনসাধারণের উপচে পরা ভীড় পরিলক্ষিত হয়।
বিকাল থেকে আশপাশের এলাকা ও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজিপুর ও মানিকগঞ্জ জেলা থেকে আটরশি পীর ছাহেব হযরত খাজাবাবা ফরিদপুরী (কূ:ছে:আ:) ভক্ত অনুসারীরা জলসা স্থলে আসতে শুরু করে। ঢাকা জেলার কেরানিগঞ্জ থেকে প্রায় ২ হাজার লোকের সাদা পাঞ্জাবী ও সাদা টুপি পরিহিত একটি বর্নাঢ্য মিছিল জলসাতে যোগ দিলে জলসার রওনক অনেকাংশে বৃদ্ধি করে। প্রতিটি জলসাতে হাজার হাজার মানুষের জন্য বিরিয়ানি তোবারক এন্তেজাম করা হয় এবং হিন্দুধর্মের ভক্তদের জন্য আলাদা বিরিয়ানি তোবারক এন্তেজাম করা হয় বলে জানা যায়।
আজিমুশ্বান ইসলামী মেগা জলসা সমুহে দরবার শরীফের পক্ষে সারাদেশের সকল জনগণের উদ্দেশ্যে দয়াল নবী রাসুলে পাক (সাঃ) এর সত্য তরিকায় দীক্ষিত হয়ে আত্মশুদ্ধির তাগিদ দেওয়া হয়, আগত মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ইং উপলক্ষে সকলকে আটরশি দরবার শরীফে যাওয়ার দাওয়াত প্রদান করা হয়। পরিশেষে সকল নবী রাসুল, ওলী আউলিয়াগণের রুহপাকে সওয়াব রেছানি করে, উপস্থিত সকলের মা-বাবা, আত্মিয় স্বজনের বিদেহী আত্মায় সওয়াব পৌছে দেওয়া হয় এবং দেশ ও জাতীর উন্নতি ও মঙ্গল কামনা করে, আখেরাতে মুক্তির জন্য বিশেষ দোয়া করে জলসা সমাপ্ত হয়।