ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদ ও ফিলিস্তিনি মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বিক্ষোভ মিছিল হয়েছে। ওলামা পরিষদের আয়োজনে ১৩ অক্টোবর, শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলা শহরের মসজিদ থেকে বের হওয়া মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের পূর্বে পথ সভায় বক্তব্য দেন ওলামা পরিষদের সভাপতি মওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক মওলানা সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ মওলানা আশরাফ আলী, কোষাধক্ষ মওলানা নুরে আলম সিদ্দিক, মওলানা আরিফুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম আসিক সহ প্রমূখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরালের অবৈধ দখলদারিত্ব তুলে নিয়ে হামলা বন্ধ করতে হবে। তা না হলে ইহুদিবাদী ইসরাইলকে চরম খেসারত দিতে হবে।