Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
পিরোজপুর প্রতিনিধি : বিএনপির ডাকা অবরোধে পিরোজপুরে বিক্ষোভ ও রাস্তা আটকে দেয়া হয়েছে। জেলা ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দলের নেতাদের উদ্যোগে জেলার পিরোজপুর-নাজিরপুর সড়কে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া একই দিন ওই সড়কের উপর গাছে গুড়ি ফেলে রাস্তা আটকে দেন অবরোধ সমর্থকরা।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার জানান, ওই দিন সকালে তিনি সহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান শাহিন, জেলা স্বেচ্ছা সেবকদলের জেষ্ঠ্য যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম সহ ছাত্র ও স্বেচ্ছা সেবকদলের কয়েক নেতাদের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন কর্মীরা।
শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে পিরোজপুর-ঢাকা সড়কে ছাত্রদলের উদ্যোগে গাছ ফেলে চলাচল আটকে দেয়া হয়েছে। এ ছাড়া পিরোজপুর হয়ে বাগেরহাট-খুলনা এবং পিরোজপুর-বরিশাল সড়কের বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা পিকেটিং করেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের গনতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবীদে সারা দেশের ন্যায় পিরোজপুরে অবরোধ চলছে। এ অবরোধকে থামাতে পুলিশ জেলার বিভিন্ স্থান থেকে এ পর্যন্ত শতাধীক বিএনপির নেতা-কর্মীকে আটক করেছেন।
অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে এমন আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর অবরোধ সফল করতে নেতা-কর্মীরা কাজ করছেন।