Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধের রিপোর্টগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ।

এর আগে গত ৪ অক্টোবর বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে গত চিঠি লিখেছিলেন দেশটির ১৫ জন এমপি। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন এবং দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজের কাছে গতকাল বৃহস্পতিবার লেখা ফিরতি চিঠিতে অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী আলবেনিজ এই উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে আলবেনিজ বলেন, প্রিয় সিনেটর শুব্রিজ এবং সহ-স্বাক্ষরকারীগণ বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে আপনার ৪ অক্টোবরের চিঠির জন্য ধন্যবাদ।

আমি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধের প্রতিবেদনে উদ্বিগ্ন এবং এই বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিই।

অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা এবং বিচারিক স্বাধীনতাসহ মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতির বিষয়ে অস্ট্রেলিয়ান সরকার নিয়মিতভাবে বাংলাদেশ সরকারকে নিযুক্ত করে। আমরা এটি সরাসরি অফিসিয়াল এবং রাজনৈতিক পর্যায়ে এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে করি।