Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার অনলাইন ডেস্ক : মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে আজ রোববার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করেছে।

মহানগর দক্ষিণের সূত্রাপুর, গেণ্ডারিয়া, কোতোয়ালি, বংশাল, হাজারীবাগ, মতিঝিল, ওয়ারী, কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, খিলগাঁও, লালবাগ থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করলে আওয়ামী লীগ ও পুলিশ বিভিন্নস্থানে হামলা চালায় বলে অভিযোগ করেছে নগর বিএনপির নেতারা।

হামলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত এবং ২১ জনকে গ্রেপ্তার হয়।

দয়াগঞ্জ কদম রসুল মসজিদের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে সূত্রাপুর, গেণ্ডারিয়া, বংশাল, কোতোয়ালি এবং ওয়ারী থানার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

স্লোগান মুখর মিছিলটি দয়াগঞ্জ হয়ে পোস্তগোলার দিকে অগ্রসর হলে পুলিশ হামলা করে। এখান থেকে ৪২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ আফসার, ৪৪ নং ওয়ার্ডের সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান প্রদীপ, ৪৫ নং ওয়ার্ডের রবিনসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধোলাইপাড়ে অবরোধের সমর্থনে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নগরীর মিটফোর্ড এলাকায় অবরোধের সমর্থনে লালবাগ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠন নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশি হামলার শিকার হয়। এতে আহত হন নগর যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনসহ কয়েকজন নেতাকর্মী।

যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে এবং শনির আখড়া, ডেমরা এবং মাতুয়াইলে বিভিন্নস্থানে পিকেটিং করে। হাজারীবাগ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঝিগাতলা এবং আজিমপুর এলাকায় মিছিল করে।

ফকিরাপুল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে মতিঝিল থানা বিএনপি ও অঙ্গ-সংগঠন নেতাকর্মীরা। খিলগাঁও চৌরাস্তা, সিপাহিবাগ এবং তালতলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে খিলগাঁও থানা বিএনপি।

এ ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানা বিএনপি সুবাস্ত টাওয়ারের সামনে, মিরপুর ১ং গোল চত্বরের সামনে, পল্লবী ইস্টার্ন হাউজিংয়ে থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, মোহাম্মদপুর বেড়িবাঁধে আদাবর থানা বিএনপি, কাকলীতে বনানী থানা বিএনপি, তুরাগ থানার উদ্যাগে আব্দুল্লাহপুর, রামপুরা থানার উদ্যাগে বনশ্রী এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার উদ্যোগে গুলশান লিংক রোডে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।