Wed. Oct 22nd, 2025
Advertisements


সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে  ছোট ভাইয়ের  হাতে বড় ভাই খুন হয়েছে। সোমবার দুপুরের উপজেলার দাশপাড়া ইউপির ২নং ওয়ার্ডের মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুহুল আমিন। তার পিতার নাম হাফেজ মৌলভী।

স্থানীয়রা জানান, বড় ভাই রুহুল আমিনের সাথে ছোট ভাই রেজাউল করিমের সাথে পারিবারিক ও জমিজমা নিয়ে  দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে দুই ভাইয়ের সাথে এসব নিয়ে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে উভয় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায়  রুহুল আমিন ও রেজাউল উভয় গুরুতর আহত হয়। স্থানীয়রা উভয়কে উদ্বার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার আগেই রুহুল আমিন মারা  যান।

এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এটিএম আরিচুল হক বলেন, লাশ উদ্বার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।