Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার অনলাইন ডেস্ক : দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে প্রাইভেট কর্মাশিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ‘বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করেছে। ৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বানিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট এ পুরস্কার হস্তান্তর করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মোঃ হামিদ উল্লাহ ভূঁঞা, আইসিএমএবির প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহমান খান, এফসিএমএ, আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আরিফ খান, এফসিএমএ এবং ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএসসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।