
খোলা বাজার অনলাইন ডেস্ক : হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নে সরকারি ভাতা ও প্রনোদনা ভোগীদের সাথে মতবিনিময় সভা ৮ নভেম্বর সকালে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাংসদ লে:জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এড়. রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক এনাম,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃদা,ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জসিম উদ্দিন বাহার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সালাউদ্দিন শিমুল,সোনাগাজী উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ তারেক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর ইমরান।
এসময় বয়স্ক ও বিধবা ভাতাভোগী সহ অন্যান্য ভাতা এবং প্রনোদনা ভোগী শহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।