খোলা বাজার অনলাইন ডেস্ক : ঢাকা থেকে মাত্র ১৮৮ টাকায় রেলযোগে যাওয়া যাবে কক্সবাজার। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধনের পর ১ ডিসেম্বর থেকে এই রুটে যাত্রীবহন করা হবে।
রেল সচিব হুমায়ুন কবির জানান, ১ ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। বর্তমানে রেলের যে ভাড়ার হার আছে, সেই অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়েছে। এ রুটে দুটি ট্রেন চালানোর প্রস্তাব থাকলেও, ঢাকা থেকে প্রথমদিকে দিনে একটি আন্তঃনগর ট্রেন চলবে।
তিনি বলেন, ট্রেনে নন এসি মেইল ট্রেন হিসেবে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১৮৮ টাকা। সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ হয়েছে। ভবিষ্যতে এই রুটে পর্যটক কোচ চালু করা হবে বলেও জানান তিনি।
কক্সবাজারগামী ট্রেনটি ঢাকা থেকে সকাল দশটা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬:৩০ মিনিটে পৌঁছাবে বলে জানান বাংলাদেশ রেলের মহাপরিচালক কামরুল আহসান। বলেন, পর্যায়ক্রমে এই রুটে ট্রেন বাড়ানো হবে।
রেলওয়ের বাণিজ্যিক শাখা জানিয়েছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের সর্বমোট ৫৫১ কিলোমিটার বাণিজ্যিক দূরত্ব ধরে ভাড়া নির্ধারণ করা হচ্ছে। চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার স্টেশনের দূরত্ব ১৫০ দশমিক ৮৭ কিলোমিটার। তবে রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর জন্য অতিরিক্ত ভাড়া ও দূরত্ব (পয়েন্ট চার্জ) নির্ধারণ করছে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাতটি সেতুর জন্য বাড়তি ৫৪ কিলোমিটারের ভাড়া আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, রেল নেটওয়ার্কের বাইরে থাকা পর্যটন নগরীতে ট্রেন নিতে প্রকল্পটি ২০১০ সালে অনুমোদনের সময় ব্যয় ধরা হয় ১ হাজার ৮৫২ কোটি টাকা। ২০১৬ সালে প্রকল্প সংশোধনে ব্যয় বেড়ে হয় ১৮ হাজার ৩৪ কোটি টাকা।