Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে ৬ষ্ঠ ব্যাচের ৩দিন ব্যাপী সাংবাদিকতায় ফ্রি বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ৯ নভেম্বর রাত ১১টায় সম্পন্ন হয়। সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর কোর্সের সমাপনী করেন।

প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পারসন ছিলেন স্টামফোর্ট ইউনিভার্সিটির পরিবেশ ও বিজ্ঞান বিভাগের প্রধান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ফিনল্যান্ডের গণমাধ্যম বিশেষজ্ঞ ড. মজিবুর রহমান দফতরি, বাংলা পোর্টালের সিইও ড. তাওহীদ হাসান, ঢাকা পোস্টের বার্তা সম্পাদক মাহবুর আলম সোহাগ। মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর জেসমিন জাহান, বাংলাদেশ বেতারের উপস্থাপক ইফফাত সানিয়া ন্যান্সি।

অপেক্ষাকৃত নবীন-সুবিধাবঞ্চিত সাংবাদিকরা কোর্সটিতে অংশ নেন। প্রশিক্ষণে গণমাধ্যমকর্মীদের সংবাদের নানা দিক নিয়ে অবগত করা হয়। সংবাদ সংগ্রহের কৌশল, তথ্য অধিকার, গুজব, সচেতনতাসহ বায়ু দূষন, পানি দূষণ, ফিটনেস বিহিন গাড়ী, ইট ভাটা, নদীদখল বিষয়ে ধারণা দেওয়া হয়।

অংশগ্রহণকারী ও রিসোর্স পারসনদের সাথে প্রশ্নোত্তর সরাসরি প্রশ্নোত্তর পর্বসহ বিএমএসএফ’র পক্ষ থেকে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে সংবাদকর্মীরা আয়োজনকারী সংস্থার প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনদিনব্যাপী বিনামূল্যে অনুষ্ঠিত এ কোর্সে ৩শজন গণমাধ্যমকর্মী। আগামী ১ ডিসেম্বর প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ প্রদান করা হবে।

আগামী ১৫ নভেম্বর ৭ম ব্যাচের বিশেষ প্রশিক্ষণ শুরু হবে। ইতিপূর্বে যারা রেজিষ্টেশন করেও কোনো কোর্সে অংশগ্রহণ করতে পারেননি তাদেরকে ঐ কোর্সে সুযোগ দেওয়া হবে বলে আয়োজন সংস্থার পক্ষ থেকে জানানো হয়।