Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার অনলাইন ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ১১ নভেম্বর ২০২৩ইং তারিখে রাজশাহী জেলার স্থানীয় এক হোটেলে রাজশাহী এবং পার্শ্ববর্তী এলাকার শাখাসমূহের সকল কর্মকর্তাদের সাথে এক ব্যবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী সভায় সভাপতিত্ব করেন।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জয়পুরহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আরিফ বিল্লাহ, রংপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ করিমুল্লাহ, বগুড়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আবু সাঈদ, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ সোলাইমান, দিনাজপুর শাখার ব্যবস্থাপক জনাব চৌধুরী মোঃ শহীদুল্লাহ-সহ রাজশাহী অঞ্চলের ১২টি শাখার ব্যবস্থাপক এবং শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যবসায়িক লক্ষ্যমাত্রার পর্যালোচনা-সহ ব্যবসায়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা এবং চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।