খোলা বাজার অনলাইন ডেস্ক : ২৮ অক্টোবরের পর থেকে তালাবদ্ধ রয়েছে বাংলাদেশ জাতীয়াতাবাদী দলের (বিএনপি) কার্যালয়। মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পর প্রথমবারের মতো নয়াপল্টন এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১২ নভেম্বর) একদফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে দুপুর ১২টায় বিজয় নগর মোড় থেকে হোটেল ৭১ পর্যন্ত এই মিছিল হয়। মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।
মিছিল শেষে হোটেল ৭১ এর সামনে কিছুক্ষণ অবরোধের সমর্থনে অবস্থান নেন নেতাকর্মীরা। অবস্থান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইকবাল হোসেন শ্যামল। তিনি বলেন, দেশবাসীকে অবরোধ পালনের আহ্বান জানাই। রাষ্ট্র মেরামত করতে গিয়ে সাময়িক অসুবিধা হচ্ছে। কিন্তু বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এই অবরোধ আপনারা পালন করবেন। সামনে গণতন্ত্রের বিজয় উদযাপন করতে আপনারা রাজপথে নেমে আসবেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শ্যামল মালুম, মারুফ ইলাহি রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিকুর রহমান, সহসাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, নুর আলম ভুঁইয়া ইমনসহ ঢাকার বিভিন্ন কলেজ ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।