খোলাবাজার অনলাইন ডেস্ক : সামাজিক সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের গুলশানের বাড়িটি শুক্রবারও ঘিরে রেখেছে র্যাব। তার বিরুদ্ধে ইতোমধ্যে রাজধানীর দক্ষিণখান থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈম।
মামলাটিতে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপত্তিকর, মানহানিকর, উস্কানীমূলক বক্তব্য প্রচার এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিও দিয়েছেন আদম তমিজী হক। সাইবার নিরাপত্তা আইনের ২৫/২৭/২৯ ধারায় দক্ষিণখান থানার মামলা নম্বর ২৭, তারিখ: ১৫/১১/২০২৩।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান আজাদ মসজিদের বিপরীত পাশে ১১১ নম্বর রোডে আদম তমিজী হকের ৮ নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাব। মধ্যরাতে অভিযানকালে আদম তমিজী হক তার বাসার একটি রুমে দরজা বন্ধ করে রাখেন। র্যাব তাকে বাইরে বের হতে বললে তিনি আত্মহত্যা করবেন এবং তার স্ত্রীকে হত্যা করবেন বলে হুমকি দেন। এরপর র্যাব রাতে অভিযান অসমাপ্ত রেখে সেখান থেকে স্থান ত্যাগ করে। এলাকাবাসী জানায় শুক্রবারও আদম তমিজী হকের বাসার চারপাশ ঘিরে রেখেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে আদম তমিজীর বিরুদ্ধে। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি ফেসবুক লাইভে নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে আলোচনার আসেন ব্যবসায়ী আদম তমিজী হক। এর আগে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করে বক্তব্য দেন তিনি।
আদম তমিজী হক গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। পরে ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর রাত ৩টার পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেন।
আদম তামিজী হকের বাবা ও হক গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত ব্যারিস্টার তমিজুল হকের পরিচালনায় ২০০২ সালে বিস্কুট, কনফেকশনারি, ওয়েফার, সাবান, ব্যাটারি প্রস্তুত এবং বিপনণকারী প্রতিষ্ঠানটি আর্থিকভাবে অচল হয়ে পড়ে। তখন মাত্র ১৮ বছর বয়সে আদম তমিজী প্রতিষ্ঠানের হাল ধরেন। এরপর ২০১০ সালে তিনি হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২০১৭ সালে আদম তমিজী হক সরাসরি রাজনীতিতে যুক্ত হন। ঢাকা মহানগর উত্তর তাতী লীগের প্রধান উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। পরে সরকার বিরোধী কার্যকলাপ এবং দলীয় শিষ্টাচার বহির্ভূত কাজ করার দায়ে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।
বেশকিছুদিন আগে আদম তমিজী হক সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচার বিরুদ্ধে হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কারখানাসহ একহাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ আনেন।