Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি তাণ্ডব চালিয়েছে ভোলায়। প্রবল বৃষ্টি আর বাতাসের গতিবেগ নিয়ে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব চালিয়েছে। এতে জেলা শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। প্রায় অর্ধশতাধিক ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে এবং প্রায় ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

গাছপালা উপড়ে পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত হয়েছে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ২৪৮.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতি বৃষ্টিপাতের কারণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মেঘনা ও তেঁতুলিয়ায় ৪-৫ ফুট নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরার অধিকাংশ ট্রলারসমূহ নিরাপদ আশ্রয়ে থাকলেও তজুমদ্দিন উপজেলার ৪ জেলে মলংচড়া সিডার চর থেকে মির্জাকালু ঘাটে আসার সময় সফিক মাঝির ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে।

তীরের উদ্দেশে আসার সময় মাঝ নদীতে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। পাশে মাছ ধরারত অন্য জেলেরা তিনজনকে উদ্ধার করলেও বাদশা মিয়া (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। তার বাড়ি বড় মলংচড়া ইউনিয়নের বলে জানিয়েছে উদ্ধার হওয়া সফিক মাঝি।অপরদিকে, মধ্য মেঘনার অদূরবর্তী চরসমূহ মাঝের চর, দৌলতখানের মদনপুর, মেদুয়া, নেয়ামতপুর, তজুমদ্দিনের চর জহিরুদ্দিন, চর মুজাম্মেল, চর নাছরিন, চর শাওনে বসবাসরত পরিবারগুলোকে দুপুর থেকে ট্রলারযোগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

ঘূর্ণিঝড় মিধিলির কারণে ভোলা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সকাল থেকে ভোলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় সাত উপজেলার (ভোলা-ঢাকা, ভোলার বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, লালমোহন-ঢাকা, মনপুরা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার) সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মিধিলির তাণ্ডবে সার্বিক বিষয়ে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মিধিলি তাণ্ডবে ভোলায় গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৪টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ৪ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে  নিখোঁজ রয়েছে কয়েকজন জেলে। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।