খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) সাইবার সিকিউরিটি ঝুঁকি মোকাবেলায় Next Generation End Point Security বাস্তবায়নের লক্ষে গাজী কমিউনিকেশনস এর সাথে রবিবার ব্যাংকের হেড অফিসে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান গাজী ও গাজী কমিউনিকেশনস এর নির্বাহী পরিচালক মো: সালাহউদ্দিন চেীধুরী এ সময় উপস্থিত ছিলেন। বিডিবিএল এর জেনারেল ম্যানেজার পরিতোষ সরকার ও গাজী কমিউনিকেশনস এর চিফ টেকনোলজি অফিসার হাফেজ মোহাম্মদ ইউসুফ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।