Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পিরোজপুর ভান্ডারিয়ায় প্রতিনিধি‌: পিরোজপুরের ভান্ডারিয়ায়, ভুবনেশ্বর নদীতে গোসল করতে নেমে ( মোঃ ফয়সাল)৮ নামে এক শিশুর লাশ উদ্ধার।
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন পূর্ব পাশে গোসর করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ। পরে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস এর সদস্য গন এসে এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করে, ভান্ডারিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
নিজ ভান্ডারিয়া নিবাসী,মোঃ ইলিয়াস হোসেনের ছেলে। স্থানীয়রা জানায় মোঃ ফয়সাল ঢাকায় একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশুনা করে। অদ্যকার সকাল ১১ টা ঢাকা থেকে ভান্ডারিয়া বাড়িতে পৌছে ১২ টার সময়, নদীতে গোসল করতে গেলে, ডুব দেয়ার সাথে সাথে ব্লোকে বেজে আর উঠতে পারেনি।
স্থানীয় ডুবুরি জানান, বাচ্চাটাকে দুই ব্লোকের মাঝখানে বাজন্ত অবস্থায় পাওয়া গেছে।।স্থানীয়রা আরও জানান,, গোসল করতে নেমে অনেক মানুষের হাত পা ভেঙেছে এবং কেটেছে।এই ব্লোকের জন্য কোনো মানুষের উপকার হয়নাই।হয়েছে তবে একজনার, সে হলো কন্টাকটর।