Mon. Mar 31st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : নোয়াখালীর কবিরহাটে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।সারা দেশে এটিএম ও পস (চঙঝ) নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় এ এটিএম বুথ সার্ভিস স্থাপন করা হয়েছে।

শনিবার (২৫নভেম্বর) এটিএম বুথের উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও ব্যাংকটির কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন।

নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার শেখ কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিএম রূপক কুমার রক্ষিতসহ নোয়াখালী অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ।