Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শনিবার সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ  দিবস-২০২৩ পালন করা হয়। দিবসটি পালন অনুষ্ঠানে  বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগের মিলনায়তনে এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মহসিন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আর জে এম এফ  সদস্য সুমাইয়া সিমু সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক  ও সাংবাদিক এস মিজানুল ইসলাম ও  বিশেষ অতিথি ছিলেন  শিক্ষক ও সাংবাদিক কেএম শফিকুল ইসলাম জুয়েল। বক্তৃতা করেন বানারীপাড়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য জাহিদ হোসেন ফারুক, আর জে এম এফ এর সদস্য ফিরোজা বেগম, সহকারী শিক্ষক মোসাম্মৎ সম্পা, প্যারালিগ্যাল সদস্য পরিতোষ রায় ও মোসাম্মত সুমাইয়া প্রমূখ।অনুষ্ঠানের পূর্বে নাগরিক উদ্যোগের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অতিথিদের সমন্বয়ে এক বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।