Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জেররূপগঞ্জে জবরদস্তিমূলক জমি দখল, হত্যাচেষ্টা, বাড়িঘরে হামলা ও লুটপাটের দুইমামলায় রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকে আগাম জামিন দেননিহাই কোর্ট। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদআলীর সমন্বয়ে গঠিত হাই কোর্টবেঞ্চ রফিককে জামিন না দিয়ে তারআবেদন ডিলিট করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ সাইফুদ্দিন খালেদএ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটিঅ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জমি দখল, হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগেকরা দুই মামলায় দুটিআবেদনে ১৮ জন আগামজামিন চেয়ে আবেদন করেছিলেন।তবে আদালত রফিকুল ইসলামসহ তিন  জনের আবেদনডিলিট করে বাকিদের ছয়সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

এরআগে ১৯ নভেম্বর নারায়ণগঞ্জচিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রফিককে প্রধান আসামি করে পৃথক দুইমামলায় প্রায় ১০০ জনকে আসামিকরা হয়েছে। মামলা দুটি করেন ভুক্তভোগীআলী আজগর ভূঁইয়া ওমো. মামুন। পরে সিনিয়র জুডিশিয়ালম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালত শুনানি শেষে মামুনের অভিযোগটিএজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং আলীআজগর ভূঁইয়ার আবেদনটি গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।

মামলারঅভিযোগে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকার বাসিন্দা মো. মামুন জানান, তাদের বাড়ির আশপাশের অনেক নিরীহ মানুষেরজমি সন্ত্রাসী রফিকুল ইসলাম তার বাহিনী দিয়েহামলা চালিয়ে দখল করে নিয়েছে।এরই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর সন্ধ্যায়আসামিরা দলবল নিয়ে তাদেরবাড়িতে এসে তাদের পাঁচভাইয়ের মালিকানাধীন ৯৫ শতাংশ জমিরফিকুল ইসলাম ও তার ভাইমিজানুরের নামে রেজিস্ট্রি করেদিতে বলেন। অন্যথায় বাড়িঘর ভেঙে ফেলা ওগুলি করে পাঁচ ভাইও মাকে মেরে ফেলারহুমকি দেন। ১৯ অক্টোবরসকালে আসামিরা দেশীয় অস্ত্রসহ অজ্ঞাত আরও ৩০-৩৫জন নিয়ে বাড়িতে এসেবাদীর মাকে দুই দিনেরমধ্যে জমি রেজিস্ট্রি করেদিতে হুমকি দিয়ে যান। সর্বশেষ২১ অক্টোবর রাত ১১টার দিকেআসামিরা বুলডোজার, হাতুড়ি, শাবলসহ বিভিন্ন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়েবাড়িতে এসে ঘরবাড়ি ভাঙচুরকরেন এবং গাভী, স্বর্ণালংকার, নগদ টাকা, টিভি, ফ্রিজ, আলমারিসহ ঘরের প্রায় ৬৮লাখ ২৫ হাজার টাকারমালামাল লুট করে। বুলডোজারদিয়ে গুঁড়িয়ে দেয় তিন তলাপাকা বাড়ি। কেটে ফেলে ৫০টিবড় গাছ। যাওয়ার সময়২ নম্বর আসামি পিস্তল দিয়ে কয়েক রাউন্ডগুলি ছুড়ে দ্রুত জমিজমারেজিস্ট্রি করে না দিলেদেখামাত্র গুলি করে মেরেফেলার হুমকি দিয়ে যায়।

অন্যমামলার বাদী আজগর আলীভূঁইয়া জানান, আসামিরা দীর্ঘদিন ধরে নাওড়া মৌজায়বাদী ও তার পরিবারেরনামে থাকা ৫ বিঘাজমি রফিকুল ও মিজানুরের নামেরেজিস্ট্রি করে দিতে হুমকি-ধমকি দিয়ে আসছিল।১৮ নভেম্বর আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েতার বাড়িঘরে ভাঙচুর চালায় এবং গরু-ছাগল, আসবাবপত্র, নগদ টাকা, টিভি, ফ্রিজ ও স্বর্ণালংকারসহ প্রায়১২ লাখ ৭৯ হাজারটাকার মালামাল লুট করে নিয়েযান।বুলডোজার দিয়ে ভেঙে ফেলেবাদীর এক তলা বাড়িটি, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।ভাঙচুরের সময় আসামিরা বাদীরবৃদ্ধ বাবার গলায় গামছা পেঁচিয়েধরে রাখে এবং দ্রুতজমি তাদের নামে রেজিস্ট্রি করেনা দিলে সবাইকে প্রাণেমেরে ফেলার হুমকি দেয়।