Mon. Jan 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ১৬ শিক্ষার্থীর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এএসএম রুহুল আমিন।

তিনি জানান, গত ৫ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। মধ্যে রাতে ৪ জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খাদ্যে বিষক্রিয়ার কারণে শিশুদের অবস্থা তীব্র হতে তীব্রতর খারাপ হতে পারে। সেক্ষেত্রে শিশুদের জ্বর, শ্বাসকষ্ট, খিচুনি দেখা দিতে পারে। তখন আইসিইউ সাপোর্ট লাগে। কিন্তু গাইবান্ধা সদর হাসপাতালে তো আইসিইউ নেই। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে।

রুহুল আমিন আরও জানান, মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে সকালে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৬ শিক্ষার্থীর ১২ শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে। তারা আশঙ্কামুক্ত রয়েছে বলেও জানান তিনি।

ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবু জাফর বলেন, মাদ্রাসায় প্রায় ২০০ বাচ্চা সবাই আবাসিকে থাকে। তারা তিন বেলা মাদ্রাসায় রান্না করা খাবার খায়। প্রতিদিনের মতোই গত রাতেও তারা স্বাভাবিক খাবার খেয়ে শুয়ে পড়ে। এরপর রাত দুইটার দিকে হঠাৎ কয়েকটা বাচ্চার পাতলা পায়খানা হয় এবং কয়েকজন সঙ্গে বমিও করে। পরে আমরা স্যালাইনসহ প্রাথমিক ওষুধ খাওয়াই। তারপরও পায়খানা-বমির বিষয়টি নিয়ন্ত্রণ না হওয়ায় আমরা সকালে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে তাদের চিকিৎসা চলছে। আমরা প্রত্যেক বাচ্চার অভিভাবককে বিষয়টি অবগত করেছি তারাও এখন হাসপাতালে এসেছেন।