Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানী থেকে  ২৬  বোতল বিদেশী মদসহ মোঃ মারুফ হাসান (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

বুধবার সকালে আটকৃত মারুফ হাসানের  বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

আটককৃত মারুফ হাসান  গাইবান্ধা  সদর উপজেলার কামারজানী ইউনিয়নের মোঃ দুলু মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কামারজানী ইউনিয়ন শাখারা আহবায়ক।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার মাহমুদ বশির আহমেদ বলেন, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী এলাকায় একজন অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায়। সে দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। অভিযানে যুবক মারুফ হাসান কে হাতেনাতে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত মারুফের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।