Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মোঃ নুর উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর শহরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় বাজার পরিদর্শন করে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৯ নভেম্বর)দুপুরে পিরোজপুর শহরের পৌর কাঁচাবাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা এবং মূল্য তালিকা না রাখায় দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনা এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য দুইজন ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে বিনয় পাল নামে এক পাইকারী ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং অন্য একজন খুচরা বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহামুদ জানান, জেলা ম্যাজিষ্ট্রেট মহোদয়ের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় পিরোজপুর পৌর কাঁচামাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুইজন অসাধু ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান থাকবে।