Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। এ কর্মসূচিতে নারীর প্রতি সকল প্রকার নির্যাতন, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
শনিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে শহরের ১ নং রেলগেট থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। লাল পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে সমাবেশে মিলিত হয় তারা।
সমাবেশে বক্তারা বলেন, দুঃশাসন,শোষণ ও নির্যাতন নারীদের জীবন দুর্বিসহ করে তুলেছে। কর্মক্ষেত্রে নারীরা নামমাত্র মজুরিতে পুরুষের সমান পরিশ্রম করতে বাধ্য হচ্ছে। জীবন ও জীবিকার তাগিদে গৃহস্থালি কাজের বাহিরে এসেও তাদের হার ভাঙ্গা খাটুনি করতে হচ্ছে। অথচ রাষ্ট্র ও সামাজ তাদের পরিশ্রমের মূল্যায় করে না। ঘরে-বাইরে এমন কি কর্মক্ষেত্র সহ সব জায়গাতেই নারীরা আজ নিরাপত্তাহীন। প্রতিনিয়ত কর্মক্ষেত্রে যৌন হয়রানী সহ নারীদের পুরুষের দাসী রূপে কেবল ঘরের ভেতর আবদ্ধ করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 নারীদের এই দুর্বিসহ জীবনের অবসানের জন্য অবিলম্বে সম্পত্তিসহ সকল ক্ষেত্রে সম-অধিকার ও সমমজুরী নির্ধারণ করার দাবি জানান বক্তারা। সেই সাথে বেগম রোকেয়ার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে শোষন নির্যাতন ও মৌলবাদ মুক্ত অসাম্প্রদায়িক দেশ গঠনে আহবান জানান বক্তারা।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক হালিমা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারুল বেগম, গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি প্রমুখ।