শ্রদ্ধেয় জনাব তারেক রহমান,
আমি মুহাম্মদ সাইদুর রহমান, সভাপতি বাংলাদেশ ইয়ূথ ফোরাম। পত্রের শুরুতেই আমার সশ্রদ্ধ সালাম গ্রহন করবেন। আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এইজন্য যে, আপনার দুরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা ও দক্ষ নেতৃত্বের ফলে চলমান ফ্যাসিবাদ বিরোধী গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকল সচেতন রাজনৈতিক পক্ষের এক অভূতপূর্ব ঐক্যের ভীত রচনা হয়েছে। সারাদেশের গনতন্ত্রকামী জনগন আজ আপনার নেতৃত্বে একতাবদ্ধ। শাসকগোষ্ঠীর শত কূটকৌশল, ভয়ভীতি, প্রলোভন, অবর্ননীয় নিপিড়ন ও নির্যাতন এই একতাবদ্ধ জনগনকে তাদের দৃঢ়তা থেকে বিন্দুমাত্রও টলাতে পারেনি। শীশা ঢালা এই ঐক্যের প্রাচীরে চিড় ধরেনি এক চিলতেও।
চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নে আপনি ‘যার যার অবস্থান থেকে আন্দোলন গড়ে তোলার’ আহবান জানিয়েছিলেন। সেই আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ ইয়ূথ ফোরাম জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ১৫ টি সমমনা সংগঠন কে নিয়ে একটি জোট গঠনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বিগত ৮ জানুয়ারী ২০২৩ বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমানের উপস্থিতিতে ১৫টি সংগঠনের সমন্বয়ে ‘সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের’ আত্মপ্রকাশ ঘটে।
এছাড়াও ১/১১ এর প্রেক্ষাপট থেকেই তৎকালীন মঈনুদ্দিন-ফখরুদ্দীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের গনতান্ত্রিক অধিকার আদায়ে অদ্যাবধি প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ইয়ূথ ফোরাম যুগোপযোগী সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ভোটাধিকার আদায়ে একদফা আন্দোলনে বিএনপি ঘোষিত প্রতিটি যুগপৎ কর্মসূচীতে বাংলাদেশ ইয়ূথ ফোরাম ও সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোট রাজপথে সক্রিয় অবস্থান অব্যাহত রেখেছে।
বিএনপি ঘোষিত একদফার আন্দোলন বর্তমানে চুড়ান্ত পর্যায় অতিক্রম করছে। এই আন্দোলন এখন গণআন্দোলনে রূপ নিয়েছে। হাসিনার বিদায় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এখন গণদাবিতে পরিনত হয়েছে। এই দাবি এখন গণমানুষের প্রানের দাবি। দেশের মানুষ এখন শুধু এক ফিনিক্স পাখির অপেক্ষায়। যার এক ডাকে দলে দলে জনতা রাজপথে নেমে এসে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করবে। এমুহূর্তে দেশের জনগণ বিশ্বাস করে সেই ফিনিক্স পাখি হতে পারেন একমাত্র আপনিই। আপনিই হতে পারেন এই নিষ্পেষিত জনতার মুক্তির মহানায়ক।
এহেন পরিস্থিতিতে আপনার কাছে আমার আকূল আবেদন এবং প্রত্যাশা এই যে, আপনি আর কালবিলম্ব না করে শীঘ্রই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত সকল দল, মত ও পক্ষকে একতাবদ্ধ করে এক মহা ঐক্যের ডাক দিবেন। যেই ডাকে দল মত নির্বিশেষে সকলে এক মঞ্চে একত্রিত হয়ে মুক্তিকামী জনতা কে ঐক্যবদ্ধ করে এই গনবিরোধী সরকারের বিদায় নিশ্চিত করবে। ইনশাআল্লাহ! জনতার বিজয় সুনিশ্চিত।
পরিশেষে আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ইতি
মুহাম্মদ সাইদুর রহমান
সভাপতি, বাংলাদেশ ইয়ূথ ফোরাম
প্রধান সমন্বয়ক, সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোট