Wed. Apr 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক :গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড সম্প্রতি কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের সাথে একটি চুক্তি সাক্ষর করেছে। চুক্তিটির আওতায় কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্যানেল ব্রোকার হিসেবে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড কাজ করবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা – ওয়াফী শফিক মিনহাজ খান এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা – শিবলি এমরান, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের হেড অফ বিজনেস – ফকরুদ্দিন আলী আহমেদ রাজীব, ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স-এর ইনচার্জ – লিয়াকত হোসেন এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব পোর্টফোলিও – রাহাত-উল-আমিনসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।