খোলাবাজার অনলাইন ডেস্ক : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে সম্প্রতি ঢাকার মালিবাগ-মৌচাকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম মৌচাক শাখায় উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় সোশ্যাল ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ আব্দুল হামিদ, আইআরএমডি এর প্রধান মোঃ তৌহিদ হোসেন, মৌচাক শাখার ব্যবস্থাপক মোঃ দবির হোসেন চৌধুরী, পাশর্^বর্তী শাখাসমূহের ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জ সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।