Wed. Apr 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ফজরের নামাজের পর বয়ান ও খুতবার মধ্য দিয়ে তিনদিন ব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা শুরু হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাটে এ ইজতেমার আয়োজন করেছে জেলা তাবলিগ জামাত।

আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে এ ইজতেমার কার্যক্রম শেষ হবে।

জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাহান কবির জানান, জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ ইজতেমার আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে আশেপাশের জেলাগুলো থেকে অনেক মুসল্লি এসেছে।

তিনি আরও জানান, এবারের ইজতেমায় ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের প্রধানরা। ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আজিমুদ্দিন, মুফতি মাওলানা আজিজসহ আরো কয়েকজন এখানে বয়ান পেশ করবেন।

গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সব মিলে ইজতেমা ঘিরে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।