Sat. May 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
মোঃ নুর উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি‌: পিরোজপুর ইন্দুরকানীতে ১১বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের মামলায় মোঃ আরিফ মীর নামে এক জনকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
উপজেলার উওর কালাইয়া গ্রাম থেকে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদী হয়ে মোঃ আরিফ মীর কে আসামী করে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ওই শিশু উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গত বৃহস্পতিবার দুপুরে মেরে ফেলার ভয় দেখিয়ে ইন্দুরকানীর মীরা বাড়ির রমিজ মীর এর ছেলে মোঃ আরিফ মীর (২২) উওর কালাইয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরের ভিতরে ডেকে নিয়ে যায় ঐ শিশু শিক্ষার্থীকে, পরে তাকে বলাৎকার করেন।
একপর্যায়ে ঘটনাস্থল থেকে মোঃ নজরুল ইসলাম নামে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী মোঃ নজরুল ইসলাম বলেন আমি দুপুর বেলা দূর থেকে কাওসার হোসেনের পরিত্যক্ত ঘরের ভিতরে শিশুর কান্নাকাটির শব্দ পাই। শব্দ পেয়ে সেখানে দৌড়ে যাই, আমাকে দেখা মাত্রই মোঃ আরিফ মীর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্তের ভিত্তিতে আরিফ মীর নামে একজন কে গ্রেফতার করা হয়েছে। পরে অভিযুক্ত আসামীকে শুক্রবার সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যরকম