Wed. Jul 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় রশিদা বেগম (৭১) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রশিদা বেগম গাইবান্ধা পৌরসভার মোজাহার আলীর স্ত্রী এবং থানাপাড়ার মৃত রইচ উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রশিদা বেগম তার পরিবার পরিজনসহ গাইবান্ধা রেল স্টেশনের পাশেই ঘর তুলে বসবাস করছিলেন। শনিবার দুপুর পৌনে ২টার দিকে রশিদা তার ঘর থেকে বের হয়ে রেললাইনের ওপর উঠছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন বৃদ্ধা। এতে তার বাম চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং মেরুদণ্ড ভেঙে যায়।

পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রকিবুল হাসান সুমন বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।