Wed. Apr 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে গত ১৪ জানুয়ারি একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন ফাতেমা বেগম (২১) নামে এক প্রসূতি। এ ঘটনায় প্রসূতির পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। হাসপাতালের বিশিষ্ট গাইনী কনসালটেন্ট ডা: ফেরদৌস আরা বানু কাকলীর সফল অস্ত্রোপচারের মাধ্যমে ৪ জন নবজাতক সুস্থ্যভাবে জন্ম লাভ করে। এর মধ্যে ২ জন ছেলে ও ২জন মেয়ে। মা ও সন্তান উভয়ে সুস্থ্য রয়েছে।

গাইনী কনসালটেন্ট ডা: ফেরদৌস আরা বানু কাকলী জানান, শুরু থেকে রোগী আমার তত্ত্বাবধানে ছিলো, তাই রোগীকে মানসিকভাবে স্থির রাখার জন্য যথাযথ কাউন্সিলিং করা সম্ভব হয়েছে। এটা রোগীর প্রথম ডেলিভারি হওয়ায় অপারেশনের আগে কিছুটা উদ্বিগ্ন ছিলাম। তবে আল্লাহর অশেষ রহমতে হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্যদের সর্বিক সহযোগিতায় উক্ত অপারেশন সফলভাবে সম্পন্ন করা গেছে।

সফলভাবে ডেলিভারি সম্পন্ন হওয়ায় সন্তানের মা-বাবা উভয়েই অত্যন্ত খুশি এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে নবজাতকের মা-বাবা হাসপাতালের সুপার ও প্রশাসনিক ইনচার্জসহ হাপাতাল কর্তৃপক্ষের প্রতি কর্তৃজ্ঞতা প্রকাশ করেন।