বৃহঃ. অক্টো ১০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ কর্মসংস্থান, কর্মসহায়ক পরিবেশ ও সমাজে মর্যাদাবৃদ্ধি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নের পূর্বশর্ত -এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় বেসরকারি সংগঠন আইইডি’র সহায়তায় এ প্রতিযোগিতার আয়োজন করে গাইবান্ধার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম। সাঁওতাল নারী-পুরুষদের তীর ছুঁড়া, হাড়িভাঙ্গা ও চেয়ার খেলা প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদিবাসী নেত্রী মারিয়া মুর্মু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সদর উপজেলার আহবায়ক গোলাম রব্বানী মুসা, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন, রবিদাস ফোরামের নেতা খিলন রবিদাস, সাঁওতাল নেত্রী নেজিয়া হাঁসদা, রিমা সরেন, সীমা কিস্কু, রূপসী মার্ডী, রাফায়েল হাঁসদা প্রমুখ।
বক্তারা বলেন, সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী বিলুপ্ত হওয়ার পথে। সেই সাথে তাদের সংস্কৃতিও বিলুপ্ত প্রায়। এরা বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী। অধিকাংশই ভূমিহীন। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় অবিলম্বে সরকারি উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আলাদা মন্ত্রণালয় গঠন করে হলেও আদিবাসী ও তাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে।