সুনান বিন মাহবুব, পটুয়াখালী: পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এর সহধর্মিনী শাহজাহান মমতাজ ২৬/০১/২০২৪ খ্রি. তারিখ রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।
সাবেক এম.পি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া’র সহধর্মীনি শাহজাহান মমতাজ এর মৃত্যুতে পটুয়াখালীর বর্তমান সংসদ সদস্যরা, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর আওয়ামীলীগের সেক্রেটারিসহ আরো অনেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনসহ শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য এর আগে কয়েক মাস পূর্বে শাহজাহান মিয়া এমপি মৃত্যুবরণ করে।
মরহুমার জানাজার নামাজ ঢাকায় সংসদ সদস্য ভবন নং-৪ এ দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে এবং শনিবার পটুয়াখালী শেখ রাসেল স্কয়ারে( ঝাউতলা প্রাঙ্গন) বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে।