Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
পিরোজপুর প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে পিরোজুপরে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আয়োজনে একটি কলো পতাকা মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দামোদর ব্রিজে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানেই পথসভা করে কালো পতাকা মিছিল শেষ হয়।
মিছিলে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহীদ সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সকারের ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম। যা দেশের সাধারণ মাুনষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। এছাড়া সককার বিএনপির নেতা-কর্মীদের গায়েবী মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে তাই কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এছাড়া সংসদ বাতিলের করে পুনরায় সকল দলের অংশ গ্রহনে সংসদ নির্বাচন দিতে হবে।