সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে মুন পরিবহনের একটি বাস কাউন্টার দখল নিয়ে বিরোধের জের ধরে ফিরোজ (৩৫) মৃধা নামের একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। তার পিতার নাম আকবর খান। বাউফলের নওমালা বাবুর হাট বাজারে বুধবার(৩১ জানুয়ারী) সকালে স্থানীয় মন্নান মৃধার ছেলে আবুবকরের নেতৃত্বে ওই ব্যক্তিকে ছুরিকাহত করা হয়।
জানা গেছে, কয়েক দিন ধরে বাবুর হাট বাজারে দশমিনা-বগা ও ঢাকাগামী মুন পরিবহনের কাউন্টার নিয়ে ফিরোজ ও আবুবকরে সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আবুবকরের নেতৃত্বে ৪-৫ জন ওই বাস কাউন্টার দখলের চেষ্টা করে। এসময় বাধা দেয়ায় ফিরোজকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত ফিরোজকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন,ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।