Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
মোঃ নুর উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি‌: বাগেরহাট জেলার মোরেলগঞ্জে প্রকাশ্য বসতবাড়িতে ঢুকে মুনতাহার নামে এক শিশুকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দিতে গেলে শিশুটির পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বুধবার (৩১ জানুয়ারি) অপহৃত শিশুর খালা জেসমিন আক্তার ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭/৮ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
এর আগে মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) উপজেলার হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- কামরুল ইসলাম, মনির হোসেন, রেজাউল ইসলাম, শামীম শেখ, শাহনাজ আক্তার, আলমতাজ বেগম ও আসমা বেগম। অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুরে হোগলাবুনিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান হাওলাদারের বসতঘরে ঢুকে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ইন্দুরকানির বালিপাড়া গ্রামের কামরুল ইসলামের নের্তৃত্বে ২০ থেকে ২৫ জন এ হামলা চালায়। ঘরে রাখা মাছ বিক্রির ৫০/৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোস্তাফিজুর রহমানের নাতি শিশু মুনতাহারকে অপহরণ করে মোটরসাইকেল করে পালিয়ে যায় হামলাকারীরা।
অপহৃত শিশুটির নানি হাসিনা বেগম এই প্রতিবেদককে বলেন তার মেয়ে ও জামাতার মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত বছর রমজান মাসে মেয়ে জাকিয়া বেগম মারা যায়। তারপর থেকে ওই দম্পতির দুই শিশু মুনতাহার ও মুসফিকা নানির কাছেই থাকত। এ নিয়ে শিশুটির বাবা আদালতে মামলা করলে আদালত শিশুদেরকে নানির সঙ্গে রাখার নির্দেশ দেন , কিন্তু তাদের বাবা বিভিন্ন সময় তালবাহানা করে আসছিল মেয়েদেরকে ভয়-ভীতি দেখাচ্ছিল যে অপহরণ করে তাদের নানা বাড়ির লোকদের মামলায় ফাঁসিয়ে দেবেন।।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, শিশুকে নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনজন আসামিকে আমরা গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। আমাদের তদন্ত অব্যাহত আছে।