Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর অর্থায়নে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের নবনির্মিত ক্যান্টিন ভবনের উদ্বোধন হয়েছে। ৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু ভবনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্ব আহামেদুল হক ও তার সহধর্মিনী মেশকাত মোকাররমা খানম পাপরি এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মোহাম্মদ আজম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, আ ফ ম ফয়সাল কবির, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ারু এবং কলেজের উপাধ্যক্ষ ড. মহাশ্বেতা রায়, শিক্ষক পরিষদ সম্পাদক নিরুপম মল্লিক, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক সালমা রহমানসহ প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।