Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জ জেলার কাটাখালিতে বৃক্ষরোপণ কর্মসূচী এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে ৭ ধরনের চিকিৎসা সেবায় ৬,৬৫৭ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান এবং ৫৫৯ জন চক্ষু রোগীকে ফ্রি চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ উপস্থিত ছিলেন।