খোলাবাজার অনলাইন ডেস্ক : ঢাকায় এ বছরই ১০০ পথশিশুকে পূনর্বাসন করবে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন “সঙ্গে আছি ফাউন্ডেশন” । জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরীর সাথে তাঁর সংসদভবনের অফিসে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার এক সৈজন্য সাক্ষাতকালে ফাউন্ডেশনের পরিচালক বৃন্দ এই পরিকল্পনা উম্মোচন করেন। শিশুদের পূনর্বাসন কল্পে বিশিষ্ট্য সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন এর পৈত্রিক বাড়ীতে গাজীপুরের কালীগঞ্জে পথশিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পূনর্বাসন করা হবে মর্মে ইতিমধ্যেই একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে বলে জানান হয়। এ সময় সঙ্গে আছি ফাউন্ডেশন এর সভাপতি মো: জসিম উদ্দিন খান, পরিচালক কাজী আজিজুল ইসলাম, রিজভী নেওয়াজ, প্রফেসর ড. আব্দুর রাজ্জাক খান ও মো: মশিউর রহমান খান উপস্থিত ছিলেন।