Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : বগুড়া জেলার শেরপুরে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর উপশাখা ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্যাংকের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সরোয়ার রহমান মিন্টু, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ দবিবর রহমান, শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কু-ু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল। এছাড়া এসবিএসি ব্যাংকের জেনারেল সার্ভিস ডিভিশনের প্রধান ও এসভিপি মোহাম্মদ শফিউল আজম, রংপুর শাখার ব্যবস্থাপক ও এসভিপি মোঃ রাশেদ মাহবুব রাব্বান, দিনাজপুর শাখার ব্যবস্থাপক ও এফভিপি এটিএম নূর নবী সরকার, বগুড়া শাখার ব্যবস্থাপক ও এভিপি মোঃ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন শেরপুর উপশাখার ইনচার্জ ও এসইও তানজিদ আহমেদ।