Sun. Aug 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : রেমিটেন্স সেবার পরিধি আরো বিস্তৃত করার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার স্বনামধন্য রেমিটেন্স কোম্পানি হ্যালোপয়সা’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। এই চুক্তির আওতায় প্রবাসী বাংলাদেশিরা হ্যালোপয়সা’র মাধ্যমে বাংলাদেশে তাদের সুবিধাভোগীদের স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশের যেকোনো ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাতে পারবেন। ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এবং হ্যালোপয়সা’র সিইও মুসা মাজরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মোঃ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মোঃ মোশাররফ হোসাইন, ইভিপি ও সিএফও মোঃ আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ ও রেমিটেন্স ডিপার্টমেন্টের এভিপি জাকারিয়া মাহমুদ এবং হ্যালোপয়সা বাংলাদেশের কান্ট্রি হেড ফজলুল ফায়েজ উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নর্বিাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যরকম