Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


পিরোজপুর, প্রতিনিধিঃ পিরোজপুরের পৌরসভার ৬ নং ওয়ার্ডে হোড়ের হাওলায় মিজানুর রহমানের পরিবারে দর্ঘি দিনের রাস্তা আটকিয়ে চলাচলে বাধা য়োর অভিযোগে পিরোজপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমানের বরাবরে একখানি লিখিত অভিযোগ দায়ের করেন হোরের হাওলা নিবাসী সাইদুর রহমানের ছেলে মিজাননুর রহমান। অভিযোগ সুত্রে জানা যায় দুই বছর পূর্বে একই এলাকার বাসিন্দা মাহবুবুল আলম নাইমের নিকট থেকে ০,২৫ শতাংশ জমি চলাচলের পথ হিসেবে ক্রয় করেন যাহার বি.এস খতিয়ান- ১১৩৯. এবং বি.এস দাগ- ৫৭০২। জমির মালিক মিজানুর রহমার এই প্রতিবেদককে বলেন আমর পাশর্^বর্তী বাসিন্দা নুরুল ইসলাম শেখের ছেলে রাজন শেখ ও তার স্ত্রী দুলালী বেগম আমার চলাচলের রাস্তার উপর জোর পূর্বক বাড়ির সিড়ি স্থাপনা তৈরি করে। আমি কাজ করিতে কাজে নিষেধ করিলে আমাকে ভয়-ভীতি দেখায় ও জীবনাষের হুমকি দেয়। আমি মেয়র মহাদয়ের নিকট সুবিচারের জন্য অভিযোগ দাখিল করি আমি এখন পরিবার নিয়ে খুব অসুবিধায় পরেছি।
সরজমিন গেলে এলাকার অনেক মানুষ নাম প্রকাশ নাকরার শর্তে বলেন এরা খুব খারাপ লোক এদের কাজই হচ্ছে জবর দখন করাা রাজন শেখের স্ত্রী দুলালী বেগম তিনি স্বামীর চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন সব সময়।
এবিষয়ে অভিযুক্ত রাজন শেখের কাছে রাস্তা দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি করো জায়গা দখল করিনায় আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে। এখানে অনেকে এসেছে তাদের বলছি সঠিক ভাবে পরিমাপ করে দেখেন যদি আমার ভিতর কোন জমি পায় আমি ছেরেদিব। মেয়র মহোদয়ের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে কিছু শুনিনি।