খোলাবাজার অনলাইন ডেস্ক এসবিএসি ব্যাংক পিএলসি.’র ‘পদুয়র বাজার বিশ্বরোড কুমিল্লার লাকসাম রোডের নোমানকমপ্লেক্সে আজবুধবার (৬ মার্চ, ২০২৪) প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেছেন ব্যাংকের চেয়ারম্যান ও কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য আবুজাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধাননির্বাহীহা বিবুররহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্ল াসদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলামসার ওয়ার, উপজেলানির্বাহী কর্মকর্তা রুবাইয়াখানম এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল আজীম। এসময়ে ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপকও এসই ভিপি মনজুরুলকরিম, মানব সম্পদ বিভাগের প্রধান ও ইভিপি ফয়সাল আহমেদ, কোম্পানি সেক্রেটারিও ইভিপিমোঃ মোকাদ্দেসআলী, ডিজিটাল ব্যাংকি ংডিভিশনের প্রধান ও এসভিপি মোহাম্মদ শফিউল আজম সহ কুমিল্লা অঞ্চলের শাখা প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করে পদুয়া রবাজার বিশ্বরোড উপশাখার ইনচার্জ ও এফএভিপি মো. জহিরুলইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংকের চেয়ারম্যান আবুজাফর মোহাম্মদ শফিউদ্দিন শামী মএমপি বলেন, বর্তমানে বৈশি^ক ও অভ্যন্তরী ণনানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান থাকা স্বত্ত্বেও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে ব্যাংকি ং কার্যক্রম পরিচালনা করছে। যার ফল শ্রুতিতে চতুর্থ প্রজন্মের ব্যাংক হয়ে ওআমরাসবআর্থিক সূচকে শক্ত ভিতগড়তে সক্ষম হয়েছি। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো- গ্রামেও যেনোশহরের সুযোগ সুবিধা থাকে। সে জন্য আমরা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে তরান্বিককরার লক্ষ্যে কৃষি, এসএমই, নার ীউদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিয়ে থাকি। পাশাপাশি রেমিট্যান্সআহরণ ও বৈদেশিকবাণিজ্যেও গুরুত্ব দিয়ে ব্যাংকপরিচালনা করি। ব্যাংকের কর্মকর্তাদের গ্রাহকের সর্বোত্তম সেবানিশ্চিতকরতেহবে।ব্যবস্থাপনা পরিচালকহ াবিবুররহমান বলেন, এসবিএসসি ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ৮৯টি শাখা ও ৩০টি উপশাখাএবং এজেন্ট ব্যাংকিংয়ের ৩২টি আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবাজনগণের দোরগোড়ায় ।পৌঁছেদিতে সক্ষমহয়েছে। আমাদেও ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কানুন মেনেশহরে ও গ্রামে ১:১ শাখাখুলেছে। এক্ষেত্রেআমরামুনাফাকেবড়করে দেখিনা
।