সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পটুয়াখালীর কয়েকটি গ্রামের প্রায় আড়াই হাজারের বেশি মানুষ। বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার বদরপুর দরবার শরীফ, বাউফল, গলাচিপা ও কলাপাড়া অঞ্চলের কয়েকটি গ্রামের মুসল্লিরা ঈদ উদযাপন করেন।
সরেজমিন দেখা গেছে, সকাল নয়টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরিফের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও অন্যান্য উপজেলা গুলোতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বদরপুর দরবার শরিফের আসপাশে বসবাসরত স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা রাখাসহ ঈদুল ফিতর এবং ঈদুল আযহা পালন করে আসছেন তারা।
নামাজ আদায়কারী মিজান সিকদার বলেন, আমরা চাঁদ দেখে রোজা শুরু করেছি, আবার চাঁদ দেখে ঈদ উদযাপন করছি। আমাদের সঙ্গে আরও কয়েকটি গ্রাম এই সময়ে ঈদ উদযাপন করছে।