Tue. Aug 26th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : যশোরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে খুলনার এক আওয়ামী লীগ নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে জেলার অভয়নগর উপজেলার রাজঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নেতারা হলেন- খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু, দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজিব ভূঁইয়া ও যুবলীগ নেতা নাসিম মোল্লা

এর মধ্যে আহত লিটুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সজিবকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনার ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজিব ও তাদের সহযোগী নাসিম মোল্লা শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসেছিলেন।

এ সময় দুই-তিনজনের একদল সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে লিটু ও সজিবসহ আরেকজন আহত হন। তাদের খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।