Thu. Apr 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : চরাঞ্চলের আর্থ-সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার লক্ষে একযোগে কাজ করবে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং সুইস কন্টাক্ট বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর আইএফআইসি টাওয়ারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই ও রিটেইল প্রডাক্ট, ফেরদৌসি বেগম দও সুইস কনট্যাক্ট অন্তর্ভূক্ত পদ্মা, যমুনা এবং তিস্তা চরের জন্য মেকিং মার্কেটস ওয়ার্ক (এমফোরসি) প্রকল্প পরিচালক আব্দুল আওয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় এমফোরসি প্রকল্পের সরকারি লিয়াজো উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শুধাংস শেখর বিশ^াস, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দ জিনিয়া রশিদ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ অংশিদারিত্ব মূলক কার্যক্রম উত্তরাঞ্চলীয় চরাঞ্চলের কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত জনগোষ্ঠি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ^াস করে আইএফআইসি ব্যাংক।