খোলাবাজার অনলাইন ডেস্ক : ঢাকার আশকোনার হজ ক্যাম্পে হজ বুথ উদ্বোধন করল শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। ১৩ মে ২০২৪ তারিখে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোহন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের উপসচিব ও আশকোনা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হজ বুথ উদ্বোধন করেন। এই হজ বুথ থেকে হজ যাত্রীদের বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় ও হজ সংক্রান্ত তথ্যসেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মোঃ মোশাররফ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে হজ ক্যাম্পে অবস্থিত মসজিদে ব্যবহারের জন্য নামাজের গালিচা এবং হজ যাত্রীদের মাঝে হজ যাত্রায় সহায়ক উপহার সামগ্রী প্রদান করা হয়।