Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


সুনান বিন মাহাবুব, পটুয়াখালী : পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি শনিবার বিকেলের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’।
এদিকে দূর্যোগ মোকাবিলায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দূর্যোগ মোকাবিলায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে মাঠ পর্যায়ে কাজ করার কথা বলা হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত শুকনো খাবার। তবে শনিবার সকাল থেকে পটুয়াখালী জেলায় ঝড় হাওয়া  দূর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ করা যায়নি।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গভীর নিম্নচাপটি ৮ থেকে ১০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর দ্বীপের মাঝে স্থলভাগ ছুঁতে পারে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে (০৬) এ বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দেখা গেছে, কুয়াকাটা সমূদ্র সৈকতে ঢেউয়ের তান্ডব চলছে। পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল নি¤œচাপ রুপে অবস্থান করছে এখন। সন্ধার পর ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে।